আফগানিস্তানের কান্দাহারে বিস্ফোরণে নিহত ১৬

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার শহরে এক বিস্ফোরণে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮ জন। দেশটির কর্মকর্তাদের উদ্ধৃত করে এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

downloadবার্তা সংস্থাটি জানায়, এখনও কেউ হামলার দায়ভার স্বীকার করেনি। কর্মকর্তারা প্রাথমিকভাবে জানিয়েছেন একটি  মিনিবাসে বোমা সেট করা ছিল। সেখান থেকেই বিস্ফোরণ। তবে কিছুক্ষণ পর তারা দাবি করেন, একটি মেকানিক কারখানার দুটি কন্টেনার থেকে বিস্ফোরণ হয়।

কান্দাহারের মিরওয়াইস হাসপাতালের প্রধান নেমাতুল্লাহ বারাক বলেন, শিশুসহ ১৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩৮ জন। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করছেন তিনি। ঘটনাস্থলে এখনও অ্যাম্বুলেন্স অবস্থান করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থালে উদ্ধারকর্মীরা কাজ করছেন। তারা ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের বের করার চেষ্টা করছেন।

চলতি বছরের শুরু থেকেই দেশটিতে বিস্ফোরণে অনেক মানুষ প্রাণ হারাচ্ছেন। কাবুলেই বোমা হামলা নিহত হয়েছেন অনেকজন। এরপর হামলা চালানো হয়েছে প্রাদেশিক শহরগুলোতেও। গত মাসেই কান্দাহারে এমন এক হামলার ঘটনা ঘটে। ৩০ এপ্রিল ওই গাড়িবোমা হামলায় প্রাণ হারায় ১১ শিশু।