ভেনেজুয়েলা থেকে দুই মার্কিন কূটনীতিককে বহিষ্কার

ভেনেজুয়েলা থেকে মার্কিন উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহকারী ব্রিয়ান নারানজোকে বহিষ্কার করেছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। রবিবারের নির্বাচনে আনুষ্ঠানিকভাবে জয়লাভের পর মঙ্গলবার এক টেলিভিশন ভাষণে তিনি ওই নির্দেশ দেন। মাদুরো পুনরায় প্রেসিডেন্ট পদে নির্বাচন করায় যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করে। এর জেরেই তিনি এমন পদক্ষেপ নিলেন।

ভেনেজুযেলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো

মাদুরো বলেন, ‘যুক্তরাষ্ট্র এখানে আমাদের ওপর কর্তৃত্ব করতে পারে না।’ উপ-রাষ্ট্রদূত টোড রবিনসন ও তার সহযোগী ব্রিয়ান নারানজোকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে দেশত্যাগের নির্দেশ দিয়ে তিনি বলেন, ‘আপনার ষড়যন্ত্র অনেক সহ্য করেছি’।

মাদুরো অভিযোগ করেন, এই দুই কূটনীতিক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচন নস্যাৎ করার চেষ্টা করেছেন। এজন্য তারা কয়েকজন সরকারবিরোধী প্রেসিডেন্ট প্রার্থীকে নির্বাচনে অংশ না নিতে রাজি করান। এছাড়া নারানজোকে ভেনেজুয়েলায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান বলেও দাবি করেন মাদুরো।

ভেনেজুয়েলার প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে রবিবারের নির্বাচন বর্জন করে। আন্তর্জাতিক সম্প্রদায়ও এই নির্বাচনের ব্যাপক সমালোচনা করছে। বেশিরভাগ বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ, তাদের সবচেয়ে জনপ্রিয় নেতাদের অংশ নিতে না দেওয়ায় তারা নির্বাচন বর্জন করেছেন।

রবিবারের নির্বাচনে ৬৮ শতাংশ ভোট পেয়েছেন নিকোলাস মাদুরো। তবে নির্বাচনে মাত্র ৪৮ শতাংশ ভোট পড়ে, যা দেশটির ইতিহাসে বিরল। যুক্তরাষ্ট্র এই নির্বাচনকে ভণ্ডামি বলে চিহ্নিত করেছে। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছেন, যা দেশটির রাষ্ট্রীয় সম্পদ বিক্রির ক্ষমতা কমিয়ে দিয়েছে। সূত্র: আল জাজিরা।