চলে গেলেন খ্যাতনামা মার্কিন লেখক ফিলিপ রথ

লেখালেখির জগৎ থেকে অবসর নিয়েছিলেন আরও কয়েক বছর আগেই; এবার জীবন থেকেও চির অবসর নিলেন খ্যাতনামা মার্কিন লেখক ফিলিপ রথ। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, মঙ্গলবার (২২ মে) রাতে নিউ ইয়র্কের একটি হাসপাতালে তার জীবনাবসান হয়েছে। ফিলিপ রথের বয়স হয়েছিল ৮৫ বছর।

ফিলিপ রথ
১৯৩৩ সালের ১৯ মার্চ নিউ জার্সির নিউআর্কে জন্মগ্রহণ করেন ফিলিপ রথ। কিছুদিনের জন্য রুটজার্স ইউনিভার্সিটির নিউআর্ক শাখায় পড়াশোনা করেছেন তিনি। পরে পেনসিলভানিয়ার বুকেল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন। ১৯৫৫ সালে শিকাগো বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন ফিলিপ রথ।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়, ফিলিপ রথের ঘনিষ্ঠ বন্ধু জুডিথ থুরমান তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, হৃদরোগে আক্রান্ত হয়ে রথ মারা গেছেন।

অবসরে যাওয়ার পরবর্তী বছরগুলোতে বই পড়ে, সাঁতার কেটে এবং বন্ধুদের সঙ্গে আড্ডা দিয়ে সময় কাটিয়েছেন রথ।  

গ্রাজুয়েশন শেষ করার পর সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন ফিলিপ রথ। তবে পিঠে আঘাতজনিত কারণে সেনাবাহিনী থেকে বাদ পড়েন তিনি। মাত্র ২৬ বছর বয়সে গুডবাই, কলম্বাস নামে ফিলিপ রথের প্রথম বই প্রকাশিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তীকালের সবচেয়ে শক্তিশালী মার্কিন লেখকদের কাতারে রথকে বিবেচনা করা হয়। ১৯৬৯ সালে তার লেখা উপন্যাস পোর্টনয়'জ কম্প্লেইন্ট্ ব্যাপক পাঠকপ্রিয়তা লাভ করে। ১৯৯৭ সালে আমেরিকান প্যাস্টোরাল নামে একটি উপন্যাসের জন্য পুলিৎজার পুরস্কার লাভ করেছিলেন তিনি। ২০০১ সালে ম্যানবুকার পুরস্কারও লাভ করেন তিনি। ২০১২ সালে লেখালেখির জগৎ থেকে অবসরে যাওয়ার সিদ্ধান্ত নেন ফিলিপ রথ। আর ২০১৪ সালে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, এটাই তার শেষ টিভিতে আসা।