ইসরায়েলি অ্যাওয়ার্ডের প্রাপ্ত অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দান করলেন মার্কিন অধ্যাপক

ইসরায়েলের সম্মানজনক এক পুরস্কারের অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় দান করলেন মার্কিন অধ্যাপক ফক্স কেলার। ৮২ বছর বয়সী এই মার্কিন ইহুদী অধ্যাপক বরাবরই ফিলিস্তিনের পক্ষে কথা বলে এসেছেন।

মার্কিন অধ্যাপক ফক্স কেলার





রবিবার তেল আবিব বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালের ড্যান ডেভিড প্রাইজ জেতেন কেলার। সেখানেই তিনি জানান, ফিলিস্তিনিদের অধিকার নিয়ে কাজ করা অলাভজনক প্রতিষ্ঠান বিটিসেলেমে এই অর্থ দান করবেন তিনি।
ইসরায়েলি সংবাদমাধ্যম হারেতজের মতে, ‘তিনি যখনই জানতে পান যে এই পুরস্কারটি পেতে চলেছেন তখথক। সিদ্ধান্ত নিয়ে নেন যে এই অর্থ তিনি এমন সংগঠনকে দান করবেন যারা ইসরায়েলি নীতির বিরুদ্ধে লড়াই করছে।
তাকে জিজ্ঞাস করা হয়েছিল এই পুরস্কার প্রত্যাহার করেননি কেন। তিনি বলেন, ‘আমি সেভাবে দেখি না। আমি এটা গ্রহণ করছি তাদের হয়েই যারা ইসরায়েলের বিরোধিতা করে। যদি গ্রহণই না করতাম তবে এটার তাৎপর্য থাকতো না। রাজনৈতিক বিবৃতি হিসেবেই বলছি আমি যদি গ্রহণ করে দিয়ে দেই সেটা আরও শক্ত জবাব।
১০ বছর আগে ইসরায়েল সফরের সময়ই তিনি ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন দেখেছিলেন। তখন থেকেই ইহুদী হিসেবে লজ্জাবোধ করেন বলে জানান কেলার।