সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরে যাচ্ছে হিজবুল্লাহ

সিরিয়ার দক্ষিণাঞ্চল থেকে সরিয়ে নেওয়া হচ্ছে ইরান সমর্থিত সশস্ত্র বাহিনী হিজবুল্লাহকে। দারা প্রদেশ থেকে তারা এখন রাজধানী দামেস্কের দিকে যাচ্ছে। এক সূত্রের বরাতে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি জানায়, দারার এতমান ও খিরবেত শহর থেকে সরে যাচ্ছে লেবানিজ বাহিনী হিজবুল্লাহ।

hezbollah-troops-4-at-a-supporters-rally

মধ্যপ্রাচ্যের সংবাদ পর্যবেক্ষণের ব্রিটিশ ওয়েবসাইট মিডলইস্ট মনিটর জানায়, গত তিন দিনে অন্তত তিনটি সামরিক বহর ওই স্থান ত্যাগ করেছে। সিরিয়ার আসাদ বাহিনী ওই অঞ্চলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে নিয়ে নিয়েছে।

সিরিয়ার অন্যতম মিত্র ইরান দেশটিতে কয়েকশ সেনা মোতায়েন করেছে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সমর্থনে। এছাড়া ইরানের অর্থায়ন ও সামরিক প্রশিক্ষণপুষ্ট লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সিরিয়ায় কয়েক হাজার যোদ্ধা মোতায়েন করেছে। এছাড়া ইরাক, আফগানিস্তান ও ইয়েমেন থেকেও ইরান সমর্থিত যোদ্ধারা সিরিয়ায় আসাদ সরকারের হয়ে লড়ছে।