লোহিত সাগরের দিকে এগোচ্ছে ইয়েমেনি বাহিনী

সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের সহায়তায় লোহিত সাগর উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ইয়েমেনের সরকারি বাহিনী। ইরান সমর্থিত হুথি বিদ্রোহীদের সঙ্গে পরপর বেশকয়েকটি লড়াইয়ে জয় পেয়েছে তারা। ইয়েমেনি ন্যাশনাল রেসিস্ট্যান্স ফোর্স ও ব্রিগেড আল-আমালাকাহ বাহিনী এই জয় পায়। 

1934476772আমিরাতি বার্তা সংস্থা ওয়াম জানায়, আরব জোট সামরিক অভিযান জোরালো করার পর ইয়েমেনি বাহিনী বিদ্রোহীদের বিরুদ্ধে জয় পেতে শুরু করে। সম্প্রতি হোদেয়াহ শহরে যুদ্ধ করেছে তারা।

তায়েজের পশ্চিমাঞ্চলে অভিযান অব্যাহত রেখেছে সরকারি বাহিনী। লোহিত সাগর উপকূলে হুথিদের সব সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

২০১৫ সালের মার্চ থেকে ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে ইয়েমেনে ‘অপারেশন ডিসাইসিভ স্টর্ম’ নামে সামরিক অভিযান পরিচালনা শুরু করে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। এ অভিযানে এখন পর্যন্ত অন্তত ১০ হাজার মানুষ নিহত হয়েছেন। যুদ্ধের ফলে উদ্ভূত পরিস্থিতিতে প্রতিরোধযোগ্য রোগে মৃত্যু হয়েছে আরও ১০ হাজার মানুষের। গৃহহীন হয়েছেন কয়েক লাখ। ভয়াবহ বিমান হামলার তাণ্ডবে দুর্ভিক্ষের মুখে পড়েছেন দেশটির সাধারণ মানুষ।