বাঁচতে চাইলে জেলে যান: মাদক ব্যবসায়ীদের ফিলিপাইনের প্রেসিডেন্ট

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ের্তে মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেছেন, যদি বাঁচতে চান তবে কারাগারেই থাকুন। মঙ্গলবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ হুঁশিয়ারি দেন তিনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, ভাষণে দুয়ার্তের নির্দিষ্ট করে কারও কথা উল্লেখ করতে ব্যর্থ হলেও যারা মাদক ব্যবসা করে ধণী হয়েছে তাদের ইঙ্গিত করে বলেছেন। তিনি বলেন, ‘আপনার জানেন, আমি যদি সেবুতে আপনাদের দলের লোক হতা, তবে জেলেই থাকতাম। আপনারাও যদি বেঁচে থাকতে চান তবে কারাগারেই অবস্থান করুন।’ তিনি আরও বলেন, কারাগার থেকে বের হবেন না। এটা আপনাদের জন্য ভালো হবে না।  

প্রায় দুই বছর আগে ফিলিপাইনের ক্ষমতা গ্রহণের পর প্রতিশ্রুতি অনুযায়ী মাদকের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন প্রেসিডেন্ট রদ্রিগো দুয়ার্তে। তার এই যুদ্ধ ছিল অবৈধ মাদকের বিরুদ্ধে। এই যুদ্ধের নিহতের সঠিক সংখ্যা এমনকি পুলিশও জানে না। সন্দেহভাজন মাদকসেবী ও বিক্রেতার লাশ অন্ধকারে, ব্রিজের নিচে ও ময়লার স্তূপে পড়ে থাকে। অনেক সময় নিহতের গলায় কার্ডবোর্ডে লেখা থাকে, ‘আমি একজন মাতাল। আমাকে পছন্দ করবেন না।

ধারণা করা হয় মাদকের বিরুদ্ধে এই যুদ্ধে নিহতের সংখ্যা ৪ হাজারেরও বেশি। পুলিশের হেফাজতেও গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারাতে হয়েছে কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে। শহরের মেয়র রোল্যান্ডো এসপিনোসাকে হেফাজতেই গুলি করে হত্যা করে পুলিশ। সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিলেও যথাযথ শাস্তি হয়নি বলে অভিযোগ রয়েছে।

ফিলিপাইনের ১২০তম বার্ষিকীর ভাষণে দক্ষিণ চীন সাগর নিয়েও কথা বলেন দুয়ার্তে। মাদকের সঙ্গে জড়িত পুলিশ সদস্যেরও হুঁশিয়ারি দেন তিনি। তিনি বলেন, ‘দুঃখজনকভাবেঅনেকেই এর সঙ্গে জড়িত। সঙ্গে পুলিশও আছে। আমি তাদের সতর্ক করে দিতে চাই। জড়িত থাকলে, আপনারাই প্রথম শিকার হবেন।’ 

দুয়ার্তে আরও বলেন, ‘যারা অপরাধী আছেন তারা আমাদের জীবন দুর্বিষহ করে রেখেছেন। আমার হাতে েএখনও সময় আছে বিষয়গুলো সমাধান করার।

ফিলিপাইনের মাদক যুদ্ধে নিহতের সংখ্যা নিয়ে ধোঁয়াশা রয়েছে। মানবাধিকার গোষ্ঠী, সংবাদমাধ্যম ও পুলিশের নিহতের সংখ্যা নিয়ে পৃথক পরিসংখ্যান রয়েছে। সরকার নিজেই জানিয়েছে, ২০১৬ সালের জুলাই থেকে মাদক সংশ্লিষ্ট হত্যাকাণ্ডের সংখ্যা ছিল ২০ হাজারের বেশি। এর মধ্যে ১৬ হাজার ৩৫৫টি হত্যাকাণ্ডের তদন্ত চলছে এবং ৩ হাজার ৯৬৭টি হত্যাকাণ্ড ঘটেছে পুলিশি অভিযানে। দেশটির সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৬ সালের ১ জুলাই থেকে ২০১৭ সালের ২৭ নভেম্বর পর্যন্ত মাদকবিরোধী যুদ্ধে নিহতের সংখ্যা ২০ হাজার ৩২২টি। গড়ে প্রতিদিন ৩৯.৪৬ হত্যাকাণ্ড ঘটেছে।