সাপে কামড়ানো মায়ের দুধ পানে শিশুরও মৃত্যু

ঘুমের মধ্যে সাপে কামড়েছিল ৩৫ বছরের এক মাকে। সাপের কামড় বুঝে ওঠার আগেই তিন বছরের মেয়েটি বুকের দুধ পান করে নেয়। ফলশ্রুতিতে হাসপাতালে পৌঁছানোর আগেই মৃত্যু হয়েছে মা ও মেয়ের। শুক্রবার ভারতের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উত্তর প্রদেশে এই ঘটনা ঘটেছে।noname

পুলিশ পরিদর্শক বিজয় সিংহ বলছেন, তিন বছরের মেয়েটি এবং তার মা অসুস্থ হয়ে হাসপাতালে পৌঁছার আগেই মারা যান। বাড়ির অন্য একটি ঘরে বাসিন্দারা সাপটিকে দেখতে পেলেও তা পালিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় একটি দুর্ঘটনাজনিত মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ দুটির ময়না তদন্ত করা হবে।

ভারতে প্রায় ৩০০ প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে অন্তত ৬০ প্রজাতি প্রচণ্ড বিষধর। এর মধ্যে রয়েছে ভারতীয় কোবরা, কেইট, রাসেল ভাইপার। ২০১১ সালে আমেরিকার একটি প্রতিষ্ঠানের চালানো জরিপ অনুযায়ী, দেশটিতে বছরে প্রায় ৪৬ হাজার থেকে এক লাখ মৃত্যুর কারণ সাপের কামড়।