বিমানবন্দরে ড্রোন হামলা নস্যাতের দাবি সৌদি আরবের

সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশের আবহা বিমানবন্দরে শনিবার ড্রোন হামলার খবর পাওয়া গেছে। ইয়েমেনের ইরান সমর্থিত শিয়াপন্থী হুথি বিদ্রোহীরা এ হামলার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। তবে ওই হামলাচেষ্টা নস্যাতের দাবি করেছে সৌদি আরব। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

nonameসৌদিভিত্তিক আল আরাবিয়া টেলিভিশনের খবরে বলা হয়েছে, সৌদি আরবের নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, তারা আবহা বিমানবন্দর এলাকায় একটি মনুষ্যবিহীন ড্রোন হামলাচেষ্টা নস্যাৎ করে দিয়েছে। বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ইরানভিত্তিক সংবাদমাধ্যম পার্স টুডে’র খবরে অবশ্য বলা হয়েছে, হামলা চালানো হয়েছে এবং এর ফলে আঞ্চলিক এ বিমানবন্দরে বিমান উঠানামার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হয় সৌদি কর্তৃপক্ষ।