২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণে সক্ষম ইরান

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন, তার দেশ দুই থেকে তিন দিনের মধ্যে ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম। রবিবার ফার্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

nonameকামালভান্দি বলেন, ‘আমরা এখনই ২০ মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে চাই না। তবে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। যদি দেখা যায়, পরমাণু সমঝোতা থেকে ইরানের কোনও লাভ হচ্ছে না; তাহলে আমাদের আবারও পরমাণবিক কর্মকাণ্ড শুরু করতে হবে।’

তিনি বলেন, গাড়ি স্টার্ট দিতে যেমন চাবি নিয়ে প্রস্তুত রাখা হয়, তেমনি ফোর্দো পরমাণু সমৃদ্ধকরণ স্থাপনাও প্রস্তুত। আমরা দ্রুতগতিতে ২০ মাত্রায় সমৃদ্ধকরণ শুরু করতে পারি। এজন্য সর্বোচ্চ দুই থেকে তিন দিন সময় লাগবে।

ইরানের এ কর্মকর্তা অভিযোগ করেন, তার দেশে উৎপাদিত উদ্বৃত্ত ভারী পানি (পারমাণবিক চুল্লিতে ব্যবহৃত হয়) বিক্রি করতে আমেরিকা প্রতিবন্ধকতা তৈরি করছে। সূত্র: পার্স টুডে।