তিউনিসিয়ার উপকূলে নৌকাডুবিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে

আফ্রিকার দেশ তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাডুবিতে নিহতের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। গত শনিবার কেরকেন্না দ্বীপের কাছে এ নৌকাডুবির ঘটনা ঘটে। সোমবার আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) জানিয়েছে, নিহতের সংখ্যা বেড়ে ১১২ জনে দাঁড়িয়েছে।

Tunisia migrant boatএর আগে রবিবার তিউনিসিয়ার কর্মকতারা জানিয়েছিলেন, দুর্ঘটনায় ৪৬ জন নিহত হয়েছেন। ৬৫ জনকে উদ্ধারে সমর্থ হয়েছে কোস্টগার্ড।

বেঁচে যাওয়া ব্যক্তিদের একজন সংবাদমাধ্যমকে জানিয়েছেন, ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ১৮০ জন আরোহী ছিলেন, যা এর ধারণক্ষমতার দ্বিগুণেরও বেশি। আরোহীদের মধ্যে প্রায় ১০০ জন তিউনিস নাগরিক।

নিরাপত্তা কর্মকর্তারাও দুর্ঘটনার শিকার নৌকাটিতে প্রায় ১৮০ জন অভিবাসনপ্রত্যাশী থাকার কথা নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, এর মধ্যে ৮০ জন আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।

গত ২ ফেব্রুয়ারির পর ভূমধ্যসাগরে এটিই সবচেয়ে বড় নৌকাডুবির ঘটনা। লিবিয়া উপকূলে সংঘটিত ওই দুর্ঘটনায় ৯০ জনের কোনও খোঁজ পাওয়া যায়নি।

জীবন-জীবিকার তাগিদে প্রতিনিয়ত স্বপ্নভূমির উদ্দেশে দেশ ছাড়েন বিপুল সংখ্যক মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে জাহাজ বা নৌকায় চড়ে বসেন বহু অভিবাসনপ্রত্যাশী। আর উত্তাল সাগরের বুকে একের পর নৌকাডুবিতে প্রাণ যাচ্ছে হাজার হাজার মানুষের। এ তালিকায় সর্বশেষ সংযোজন গত শনিবার তিউনিসিয়ার উপকূলের মর্মান্তিক এ নৌকাডুবিতে। ঝুঁকিপূর্ণ এসব নৌকায় করে তিউনিসিয়া এবং আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিকরা প্রায়ই সাগর পাড়ি দিয়ে ইতালির সিসিলিতে প্রবেশের চেষ্টা করে থাকে। সূত্র: আল জাজিরা, রয়টার্স।