তরুণদের সঙ্গে প্রতারণা করেছেন মোদি : রাহুল গান্ধী

ভারতের কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদি কৃষকদের ধোঁকা দিয়েছেন। তাদেরকে মিথ্যে কথা বলেছেন। সবচেয়ে বড় প্রতারণা করেছেন তরুণদের সঙ্গে। আপনাদের সবাইকে উনি বছরে দুই কোটি কর্মসংস্থান দেওয়ার কথা বলেছিলেন। এটাও বলেছিলেন যে, প্রত্যেকের ব্যাংক অ্যাকাউন্টে ১৫ লাখ রুপি করে দেওয়া হবে। কিন্তু এই জনসমাবেশের মধ্যে কেউ কি দেখাতে পারবেন যে, মোদি কাউকে কর্মসংস্থান দিয়েছেন? তিনি কি কাউকে পাঁচ রুপিও দিয়েছেন?

রাহুল গান্ধীবুধবার বিজেপিশাসিত মধ্য প্রদেশের মান্দসৌরে ‘কৃষক সমৃদ্ধি সংকল্প র‍্যালি’তে দেওয়া ভাষণে রাহুল গান্ধী এসব কথা বলেন। মান্দসৌরে কৃষকদের ওপর পুলিশের গুলিবর্ষণের প্রথম বার্ষিকীতে কংগ্রেসের পক্ষ থেকে সেখানে এ সমাবেশের আয়োজন করা হয়। ২০১৬ সালের ৬ জুন কৃষকদের আন্দোলনে পুলিশের গুলিতে ছয় কৃষক নিহত হন। বুধবার রাহুল তাদের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। নিহত কৃষক পরিবারের এক সদস্যকে বুকে জড়িয়ে ধরেন কংগ্রেস নেতা।

তিনি বলেন, গোটা দেশে কৃষকরা তাদের অধিকার দাবি করছেন, চিৎকার করছেন, আত্মহত্যা করছেন। তাদের জন্য বিজেপি সরকারের অন্তরে এতটুকু জায়গা নেই। বড় বড় শিল্পপতিদের ঋণ মওকুফ করে দেওয়া হলেও কৃষকদের ঋণ মওকুফ করা হচ্ছে না। মধ্য প্রদেশে কংগ্রেস সরকার গঠিত হলে ১০ দিনের মধ্যে কৃষকদের ঋণ মওকুফ করে দেওয়া হবে। পুলিশের গুলিতে নিহত কৃষক পরিবারগুলোও ১০ দিনের মধ্যে সুবিচার পাবেন।

বিজেপি-আরএসএসের সমালোচনা করে রাহুল গান্ধী বলেন, আরএসএস বিদ্বেষের চাষ করে। কিন্তু আমরা ভালোবাসার বার্তা দিয়ে থাকি। কারণ আমরা ভালোবাসার পাঠ নিয়েছি। সূত্র: পার্স টুডে।