সিঙ্গাপুরে দ্বিতীয় দিনে গড়াতে পারে ট্রাম্প-কিম বৈঠক

১২ জুন সিঙ্গাপুরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরীয় নেতার মধ্যকার অনুষ্ঠিতব্য বৈঠক দ্বিতীয় দিনে গড়াতে পারে। মার্কিন কর্মকর্তাদে বরাতে এমনটা দাবি করেছে দেশটির সংবাদমাধ্যম সিএনএন।

উত্তর কোরীয় নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পপূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ১২ জুন সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার প্রতিক্রিয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠে উত্তর কোরিয়া। এ ঘটনায় কড়া প্রতিক্রিয়াসহ ট্রাম্প-কিম বৈঠকের ব্যাপারেও অনিশ্চয়তা সৃষ্টির কথা বলা হয়। ২৪ মে উনের সঙ্গে বৈঠক বাতিলের ঘোষণা দেন ট্রাম্প। একদিন পর ২৫ মে ট্রাম্প ১২ জুন তারিখেই সিঙ্গাপুরে কিমের সঙ্গে বৈঠক হতে পারে বলে নতুন করে ইঙ্গিত দেন। ২৭ মে সকালে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন জায়ে-ইন জানান, উত্তর কোরিয়ার নেতা কিম মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করার ব্যাপারে সম্মত হয়েছেন।

বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ ইস্যুটিই সবচেয়ে বেশি প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। যদিও কয়েকজন বিশেষজ্ঞের দাবি, কোরীয় যুদ্ধের অবসানও এই আলোচনার মধ্য দিয়েই হতে পারে।

এই বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট  মার্কিন কর্মকর্তারা জানান, সবকিছু ঠিকঠাক থাকলে এই দুই নেতাই সিদ্ধান্ত নেবেন যে দ্বিতীয় দিনে আলোচনা করবেন কি না ।

তবে হোয়াইট হাউসের মুখপাত্র এই বিষয়ে কিছু বলতে চাননি।