চীনে ‘রহস্যজনক অসুস্থতায়’ আক্রান্ত মার্কিনিদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

‘রহস্যজনক’ অসুস্থতায় আক্রান্ত হওয়ার আশঙ্কায় চীনে বসবাসরত বেশ কয়েকজন মার্কিন কূটনীতিককে সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। গুয়াংঝুর মার্কিন কনস্যুলেটে কর্মরত কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা ‘আজগুবি শব্দ’ শুনতে পাচ্ছেন বলে জানানোর পর মার্কিন পররাষ্ট্র দফতরের পক্ষ থেকে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিউবায় যুক্তরাষ্ট্রের ২৪ দূতাবাসকর্মী যে ধরনের জটিলতায় আক্রান্ত হয়েছিলেন এই রোগটি তার মতো বলে বুধবার (৬ জুন) দাবি করেছেন মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট।

গুয়াংঝুর মার্কিন দূতাবাস
গত মাসে গুয়াংঝুতে মার্কিন দুতাবাসের এক কর্মীর মধ্যে রহস্যজনক অসুস্থতার লক্ষণ দেখা দেয়। ওই ব্যক্তি জানান, তিনি অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছেন এবং তার মধ্যে ব্রেন ইনজুরির লক্ষণ দেখা দেয়। ওই ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে সরিয়ে নেয় মার্কিন পররাষ্ট্র দফতর। সেসময় পররাষ্ট্র দফতর জানিয়েছিল, চীনে মার্কিন কূটনীতিক কিংবা কূটনীতিকদের বাইরের কমিউনিটির কারও মধ্যে এরকম লক্ষণ দেখা যায়নি। গত ২৩ মে চীনে বসবাসরত মার্কিনিদের জন্য স্বাস্থ্য সতর্কতা জারি করে যুক্তরাষ্ট্র। তবে বুধবার অজানা রোগের আশঙ্কায় আবারও চীন থেকে মার্কিন কূটনীতিককে সরিয়ে নিতে শুরু করে ওয়াশিংটন।

মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র হেদার নোয়ার্ট জানান, গত মাসে প্রথম আক্রান্ত ব্যক্তি শনাক্ত হওয়ার পর একটি মেডিক্যাল দল প্রাথমিক স্ক্রিনিং পরিচালনা করে। এর মধ্য দিয়ে তারা আরও কয়েকজনকে শনাক্ত করে যাদেরকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যেতে হবে।

আসন্ন দিনগুলোতে আরও অনেক কূটনীতিক এবং তাদের সহকারিকে দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে বলেও জানায় মার্কিন পররাষ্ট্র দফতর। তবে ঠিক কত সংখ্যক মানুষকে প্রাথমিক পরীক্ষার পর আরও পরীক্ষার জন্য দেশে পাঠানো হবে তা নির্দিষ্ট করে বলতে অস্বীকৃতি জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।  

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, গত বছর কিউবায় যুক্তরাষ্ট্রের ২৪ জন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের মধ্যে ওই বিশেষে লক্ষণগুলো প্রকাশ পেয়েছিল। ওই অসুস্থতা নিয়ে কিউবা ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাও তৈরি হয়েছিল।