উত্তরপ্রদেশে ধুলোঝড়ে মৃত ২৬

ভারতের উত্তরপ্রদেশে গত ২৪ ঘণ্টায় ধুলোঝড় ও বজ্রপাতে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে। সরকারি সূত্র জানিয়েছে, রাজ্যের ১১ জেলায় শুক্রবার রাত থেকে ধুলোঝড়ের সঙ্গেই প্রবল ঝড়বৃষ্টি হয়। ঝড়ের তাণ্ডবে মৃত্যু হয় ২৬ জনের।

nonameজয়নপুর ও সুলতানপুরে মারা গেছেন পাঁচজন করে। উন্নাওয়ে মৃত্যু হয়েছে চারজনের। চান্দৌলি ও বাহরাইচে তিনজন করে মারা গেছেন। রায়বরেলিতে মৃত্যু হয়েছে দুইজনের।

মির্জাপুর, সীতাপুর, আমেথি ও প্রতাপগড়ে একজন করে মারা গেছেন। ধুলোঝড়ে কন্নৌজ জেলাও ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেখানে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষতিপূরণ পৌঁছে দিতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন।

ধুলোঝড় ও প্রবল বর্ষণের তাণ্ডবে আরেক রাজ্য মহারাষ্ট্রের রাজধানী মুম্বাইয়ে রেল ও বিমান চলাচলে বিঘ্ন ঘটে। সেখানে দুইজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ওই এলাকায় গত বেশ কিছুদিন ধরে তাপমাত্রা বৃদ্ধি পায়। সূত্র: ইন্ডিয়া টাইমস।