নির্ধারিত সময়ের আগেই সিঙ্গাপুর ছাড়লেন ট্রাম্প

পূর্ব নির্ধারিত সময়ের আগেই সিঙ্গাপুর ছেড়ে গেলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইটার পোস্টে এএফপির হোয়াইট হাউস প্রতিনিধি তার সিঙ্গাপুর ছাড়ার খবর নিশ্চিত করেছেন।
noname

গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সিঙ্গাপুরের স্থানীয় সময় রাত আটটায় তার যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। তবে সন্ধ্যে সাড়ে ছয়টার সময় তার সিঙ্গাপুর ছেড়ে যাওয়ার খবর জানান এএফপির সাংবাদিক এন্ড্রিউ বিটি।

সিঙ্গাপুরের স্থানীয় সময় সকালে উত্তর কোরীয় নেতা কিং জং উনের সঙ্গে একান্ত বৈঠক করেন ট্রাম্প। ৩৫ মিনিটের বৈঠকের পর দুই দেশের কর্মকর্তা ও প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন ট্রাম্প-কিম। এরপর সমঝোতা চুক্তি স্বাক্ষরের ঘোষণা আসে। স্বাক্ষরিত সেই সমঝোতা চুক্তিতে দুই দেশের সম্পর্কোন্নয়ন, কোরীয় উপদ্বীপের নিরন্ত্রীকরণ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ যুদ্ধবন্ধীদের উদ্ধার ও প্রত্যাবাসনের ব্যাপারে সম্মত হন দুই দেশের শীর্ষ নেতা।

পরে সিঙ্গাপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি স্বীকারোক্তি দেন, এই মহড়া উত্তর কোরিয়ার প্রতি উসকানিমূলক। মহড়াকে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’ আখ্যা দেন ট্রাম্প। তিনি ঘোষণা দেন, উত্তর কোরিয়া স্বাক্ষরিত সমঝোতা চুক্তির প্রতিশ্রুতি ভঙ্গ না করা পর্যন্ত কোরীয় উপদ্বীপে ‘যুদ্ধ যুদ্ধ খেলা’বন্ধ রাখবে যুক্তরাষ্ট্র।