কাশ্মিরে বিক্ষুব্ধ জনতার ওপর টিয়ারশেল নিক্ষেপ

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে বিক্ষুব্ধ জনতার ওপরে টিয়ার শেল নিক্ষেপ করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। শুক্রবার অনন্তনাগে জুমার নামাজের পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ বেঁধে যায় একদল কাশ্মিরবাসীর। তারা পুলিশের দিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। পুলিশও টিয়ার শেল নিক্ষেপ করে।

stone-1525250855

রাইজিং কাশ্মির পত্রিকার সম্পাদক সুজাত বুখারিরে হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে কাশ্মির উপত্যকায়। চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছেন সেনা সদস্য আওরঙ্গজেবও।   

ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগরে বুখারীকে তার কার্যালয়ের বাইরে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। এখনও কেউ এই হত্যার দায় স্বীকার না করলেও পুলিশের ধারণা, জঙ্গিরাই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যায় শ্রীনগরে নিজের অফিসের বাইরেই গুলিবিদ্ধ হন ‘রাইজিং কাশ্মির’ পত্রিকার প্রধান সম্পাদক সুজাত আর তার দেহরক্ষী। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সুজাত ও তার এক দেহরক্ষীকে  মৃত ঘোষণা করেন। খবরে বলা হয়, লাল চকের প্রেসক্লাবের বাইরে গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিলেন  সুজাত। আচমকা বন্দুকধারীরা তাকে গুলি করে পালিয়ে যায়।

জম্মু ও কাশ্মিরের নিরাপত্তার বিষয়ে আলোচনা করতে স্বরাষ্ট্রমন্ত্রী রাজানাথ সিংয়ের সঙ্গে শুক্রবার বৈঠকে বসেন ভারথীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেসময় স্বরাষ্ট্রমন্ত্রী কাশ্মিরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মোদিকে অবহিত করেন। সুজাত বুখারির হত্যাকাণ্ডসহ সাম্প্রতিক সহিংসতার কথা তুলে ধরেন তিনি।

বৈঠকের সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানান, কেন্দ্রীয় সরকার অস্ত্রবিরতি বাড়ানোর আগে আরও কয়েকদিন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।