ডিজেল কেলেঙ্কারিতে গ্রেফতার অডি প্রধান

ডিজেল কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিশ্বখ্যাত গাড়ি নির্মাণকারী প্রতিষ্ঠান অডি’র প্রধান নির্বাহী রুপার্ট স্ট্যাডলার। অডির মালিকানা প্রতিষ্ঠান ভল্কসওয়াগেনের এক মুখপাত্র তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে।

_102090204_f8xbf59pজার্মানির প্রসিকিউটররা জানান, স্ট্যাডলার তথ্য-প্রমাণ সরিয়ে ফেলতে পারে এমন আশঙ্কা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

তিন বছর আগে এই ডিজেল নিয়ে প্রতারণার ঘটনা ঘটে। অভিযোগ ‍উঠে যে, গাড়িতে এমন যন্ত্রাংশ লাগানো হয়েছিলো যে ডিজেল পরীক্ষার সঠিক ফলাফল আসতো না। ভল্কসওয়াগনের গাড়িতেও এমন যন্ত্রাংশ পাওয়া গিয়েছিল।  

গত মাসে অডি স্বীকার করে যে আরও ৬০ হাজার এ৬ ও এ৭ মডেলের ডিজেল ইঞ্জিনে এই সফটওয়্যারজনিত ত্রুটি রয়েছে।  গত বছর এই সংখ্যা ছিল ৮ লাখ ৫০ হাজার। এগুলোকে ঠিক করতে কারখানায় ফিরিয়ে এনেছিল প্রতিষ্ঠানটি।

ভল্কসওয়াগেন জানায়, গতবছর যুক্তরাষ্ট্রে এমন ত্রুটিপূর্ণ অন্তত ৬০ হাজার গাড়ি বিক্রি করেছে তারা।