রাশিয়ার ভলগোগ্রাদ শহরে বিশ্বকাপে ইংল্যান্ডের ম্যাচ উপভোগ করতে যাওয়ার পথে দুই ব্রিটিশ নাগরিককে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে রুশ পুলিশ। তাদের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় উগ্র আচরণের অভিযোগ করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ট্রেনকর্মীর দেওয়া পোস্টেও একই অভিযোগ পাওয়া গেছে।
ব্রিটিশ সংবাদমাদ্যম দ্য ইন্ডিপেনডেন্ট এর এক প্রতিবেদনে বলা হয়, পুলিশের সঙ্গে বিরুপ আচরণের পর একজনকে আটক করা হয়। ওই ব্যক্তি মদ্যপ অবস্থায় পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন বলে অভিযোগ করা হয়। আরেকজন ব্যক্তি জানালায় ঘুষি মেরে হাতে আঘাত পেয়েছেন। তাকে হাসপাপতালে নিয়ে যাওয়া হয়। পরে চিকিৎসা দিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। দুজনকেই ইয়েলেটের ট্রেন স্টেশন থেকে নামিয়ে আনা হয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে একজন ট্রেনকর্মী তার পোস্টে লিখেছেন, জানালায় ঘুষি মেরে একজনের হাত কেটে যায়। হাতে সেলাই করতে হয় তার। আরেকজন ব্রিটিশ ভক্ত পুলিশের বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পোস্টে দুজনকেই ফুটবল ভক্ত হিসেবে উল্লেখ করা হয়।
রাশিয়ায় নিযুক্ত ব্রিটিশ দূতাবাসের একজন মুখপাত্র দ্য ইন্ডিপেনডেন্টকে বলেন, ‘আটক ব্রিটিশ নাগরিকদের ব্যবস্থা নিতে আমাদের কর্মীরা স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করছে। আমরা তাকে সহায়তা দিতে প্রস্তুত।’
রাশিয়ার ১১টি শহরে অনুষ্ঠিত হচ্ছে ফুটবল বিশ্বকাপ। এজন্য দেশজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা। এরমধ্যেই মস্কোতে একটি ট্যাক্সির ধাক্কায় আটজন আহত হয়েছেন। এরমধ্যে দুজন মেক্সিকো সমর্থকও ছিলেন। কর্তৃপক্ষের দাবি, কিরগিস্তান বংশোদ্ভূত ওই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিলেন। একে সন্ত্রাসী হামলা বলতে নারাজ তারা।