সুইডেনে ইন্টারনেট ক্যাফেতে গুলি, নিহত ৩

সুইডেনের একটি ইন্টারনেট ক্যাফেতে গুলিবর্ষণে তিন ব্যক্তি নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় মালমোর শহরের ওই ক্যাফে থেকে লোকজন বের হওয়ার সময় অন্তত এক হামলাকারী তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে ছয় ব্যক্তি আহত হন। পরে আহতদের মধ্যে তিনজনের মৃত্যু হয়। নিহতদের বয়স ১৮, ২০ ও ২৯।

nonameমালমোর শহরের ওই ক্যাফেটির অবস্থান স্থানীয় একটি পুলিশ স্টেশনের কাছেই। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্বয়ংক্রিয় একটি অস্ত্র থেকে লোকজনের ওপর গুলিবর্ষণ করা হয়। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনও আলামত পাওয়া যায়নি।

এ ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গাঢ় রংয়ের একটি গাড়ির খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। তাদের ধারণা, হামলাকারী ওই গাড়ি থেকেই গুলি চালিয়েছেন কিংবা গুলিবর্ষণের পর গাড়িটি নিয়ে পালিয়ে গেছেন। সূত্র: বিবিসি, আনাদোলু এজেন্সি।