শহরের সব পুলিশ আটক!

মেক্সিকোর অকামপো শহরের মেয়রপ্রার্থীকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ সেখানকার পুরো পুলিশ বাহিনীকে আটক করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

201806251400228258_Mexican-towns-entire-police-force-detained-after-murder_SECVPF

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার নিজ বাড়ির সামনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান মেয়র প্রার্থী ফার্নান্দো অ্যাঞ্জেলেস হুয়ারেস। এক  সপ্তাহের মধ্যে এটি তৃতীয় রাজনীতিবিদ হত্যার ঘটনা।

হত্যাকাণ্ডের পর মেক্সিকোর প্রসিকিউটররা স্থানীয় জননিরাপত্তা সচিব অসকার গনজালেস গার্সিয়ার সংশ্লিষ্টতার অভিযোগ আনেন। এরপর শনিবার তাকে গ্রেফতারের জন্য যায় ফেডারেল এজেন্টরা। কিন্তু তাদের বাধা দেয় পুলিশ সদস্যরা।

এরপর রবিবার সকালে ফেডারেল কর্মকর্তারা আরও সদস্য নিয়ে এসে পুরো পুলিশ বাহিনীসহ অসকার গনজালেসকে আটক করে। হাতকড়া পড়ানো হয় ২৭ পুলিশ সদস্যকে। তাদের সবাইকে রাজ্যের রাজধানী মরেলিয়াতে নিয়ে যাওয়া হয়।

গনজালেজের বিরুদ্ধে অভিযোগ, শহরে সংঘবদ্ধ অপরাধ কর্মকাণ্ডে মদদ দেন তিনি।