মহারাষ্ট্রে জঙ্গিবিমান বিধ্বস্ত

ভারতের মহারাষ্ট্রে একটি সুখোই জঙ্গিবিমান বিধ্বস্ত হয়েছে। ২৭ জুন বুধবার সকালে মহারাষ্ট্রের নাসিকে পরীক্ষামূলক ফ্লাইটের সময় এটি বিধ্বস্ত হয়। তবে এর আগেই বিমানটির দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

nonameপুলিশ জানিয়েছে, নাসিকের দুই কিলোমিটারের মধ্যে বিধ্বস্ত হয় বিমানটি।

একজন কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই’কে জানিয়েছেন, সকাল ১১টা ৫ মিনিটে বিমানটি বিধ্বস্ত হয়। ১১টা ১৫ মিনিটে পুলিশ এ ব্যাপারে জানতে পারে।

দুর্ঘটনার শিকার বিমানটি এখনও নিয়মিত চলাচলের অনুমতি পায়নি। উৎপাদনকারী প্রতিষ্ঠান আনুষ্ঠানিকভাবে এটিকে বিামন বাহিনীর হাতেও তুলে দেয়নি। বরং পরীক্ষামূলক উড্ডয়নের অংশ হিসেবেই বুধবার এটি যাত্রা করেছিল। কারিগরি দুর্বলতার কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রতীয়মান হচ্ছে।