১৬ জুলাই ফিনল্যান্ডে বৈঠক করবেন ট্রাম্প-পুতিন

জুলাইয়ের মাঝামাঝি সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হবে বলে আগেই আভাস দিয়েছিলো আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এবার দুই দেশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বৈঠকের স্থান ও তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২৭ জুন) ক্রেমলিন ও হোয়াইট হাউস জানিয়েছে, আগামী ১৬ জুলাই ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে বিশ্বের প্রভাবশালী এ দুই রাষ্ট্রনেতা বৈঠকে বসবেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবদন থেকে এসব কথা জানা গেছে।

পুতিন ও ট্রাম্প (ফাইল ফটো)
চলতি মাসেই কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছিল, আগামী জুলাইয়ের মাঝামাঝি সময়ে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সম্ভাব্য যুক্তরাজ্য সফর এবং ন্যাটো সম্মেলনে যোগদানের প্রাক্কালে এ বৈঠক অনুষ্ঠিত হতে পারে। প্রতিবেদনে বলা হয়েছিল, ট্রাম্প প্রশাসন চায় ওয়াশিংটনে দুই নেতার এই বৈঠক অনুষ্ঠিত হোক। কিন্তু মস্কো চাইছে,তৃতীয় কোনও নিরপেক্ষ ভেন্যুতে বৈঠক হোক। সেক্ষেত্রে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নাম আসতে পারে। বুধবার সে বৈঠকেরইআনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও রাশিয়া। তবে বৈঠকের স্থান হিসেবে উল্লেখ করা হয়েছে ফিনল্যান্ডের নাম।

এক বিবৃতিতে হোয়াইট হাউস বলছে, ১৬ জুলাইয়ের বৈঠকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক এবং জাতীয় নিরাপত্তা ইস্যুতে আলোচনা করবেন এ দুই রাষ্ট্রনেতা। বুধবার মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে বৈঠক হওয়ার পর এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে গত বছরের নভেম্বরে ভিয়েনায় বৈঠক করেছিলেন ট্রাম্প ও পুতিন।