৯ ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ আরব আমিরাতের

সংযুক্ত আরব আমিরাতে ব্যবসা করা ৯ জন ইরানি নাগরিক ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করার নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আরব আমিরাতে সিকিউরিন্টি অ্যান্ড কমডিটিস অথরিটি প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে এর সম্পদ জব্দ করার নির্দেশ দেয়। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ওয়ামের বরাত দিয়ে এই কথা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

4ba7e59ece5f44339a662b658b3cbbc2_18মে মাসে সংযুক্ত আরব আমিরাতে বসবাসকারী ৯ ইরানি ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ইরানের রেভুলিউশনারি গার্ডের সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ আনে যুক্তরাষ্ট্র। এরপরই একই পদক্ষেপ নেয় আমিরাত।

আঞ্চলিক বেশ কয়েকটি ইস্যু নিয়ে সংযুক্ত আরব আমিরাত ও ইরানের মধ্যে উত্তেজনা চলে আসছে। এর মধ্যে রয়েছে, ইরানের পারমাণবিক কর্মসূচি, ইয়েমেন যুদ্ধ, সিরিয়ার গৃহযুদ্ধ, আবু মুসা দ্বীপপুঞ্জ ইত্যাদি।

ইরান পরমাণূ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বের হয়ে যাওয়াকেও সমর্থন করেছে আরব আমিরাত।দেশটির পররাষ্ট্রমন্ত্রী আনোয়ার গার্গাশ এক টুইটবার্তায় বলেন, ‘আমাদের চেষ্টাতেই ইরান তাদের সম্প্রসারণবাদ নীতি থেকে সরে আসবে।  পম্পেওয়ের কৌশলে আরও সতর্কতা প্রয়োজন। এতে ইরানি অবস্থান পরিবর্তন হবে।