ফিলিস্তিনি নাগরিকত্ব পেলেন সেই সুইডিশ অধিকারকর্মী

ফিলিস্তিনিদের অধিকার আদায় আন্দোলনে লড়াই করা এক সুইডিশ ব্যক্তিকে ফিলিস্তিনি নাগরিকত্ব প্রদান করছেন দেশটির প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। বেঞ্জামিন লদ্রা নামের ওই সুইডিশ ফিলিস্তিনে অব্যাহত ইসরাইলি মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে সচেতনতা বৃদ্ধির জন্য গত বছর পায়ে হেঁটে স্ক্যান্ডেনেভিয়া অঞ্চলের দেশটি থেকে কর্মসূচি শুরু করেন লদ্রা।

thumbs_b_c_76938a7143c6b567e063bed5d4898e4aফিলিস্তিনের ওয়াফা বার্তা সংস্থা জানিয়েছে, মাহমুদ আব্বাস বলেছেন, ‘লদ্রার প্রচেষ্টা ও ফিলিস্তিনি জনগণের প্রতি তার আন্তরিকতাকে সম্মান জানিয়ে তাকে নাগরিকত্ব দেওয়া হয়েছে।

তবে শুক্রবার ফিলিস্তিনে প্রবেশের সময় ইসরায়েলি পুলিশ বাধা দিয়েছিলো ২৫ বছর বয়সী বেনজামিন লাদরাকে। পরে জর্ডান হয়ে ফিলিস্তিনে প্রবেশের সময় তাকে আটক করে ইসরায়েলি পুলিশ। ছয় ঘণ্টা বন্দি থাকার পর তিনি ছাড়া পান এবং ফিলিস্তিনে প্রবেশ করেন।

এই ঘটনার নিন্দা জানায় হামাস। হামাসের মুখপাত্র ফাউজি বারহুম বলেন, এই পদক্ষেপেই ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলি আচরণ ও নীতি বোঝা যায়।