চীনে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ১৯

চীনের সিচুয়ান প্রদেশের একটি ইন্ডাস্টিয়াল পার্কের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১২ জন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা শিনহুয়ার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসি।  

yibin-chemical-plant

জিয়াং এলাকার কর্তৃপক্ষ জানায়, ইবিন হেংড়া টেকনোলজি পরিচালিত একটি কেমিক্যাল প্ল্যান্টে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। চীনা সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায় ওখান থেকে প্রচুর কালো ধোয়া ‍উঠছে।

তবে কি কারণে এই বিস্ফোরণ হয়েছে তা এখনও জানা যায়নি। সরকার জানিয়েছে, বিস্ফোরণের কারণ বের করার জন্য তদন্ত শুরু হয়েছে। আহতরা সবাই শঙ্কামু্ক্ত রয়েছেন। 

ইবিন হেংড়া টেকনোলজির সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া পাওয়া যায়নি বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

এর আগেও চীনে কেমিক্যাল প্ল্যান্টে বড় ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। ২০১৫ সালে এক বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ১৭৩ জন।