মিসরে বিমানবন্দরের কাছে বিস্ফোরণ, আহত ১২

মিসরে কায়রো বিমানবন্দরের কছে একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে অন্তত ১২ জন আহত হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা মিনার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

_102506546_cairoairport

সংবাদমাধ্যমটি জানায়, আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের অবস্থা কতটা গুরুতর সেটা এখনও জানা যায়নি।

এক সেনা মুখপাত্র বলেন, জ্বালানি সংরক্ষণ কেন্দ্রে উচ্চ তাপমাত্রার কারণে এই বিস্ফোরণ হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিকট আওয়াজে বিস্ফোরণ হয়েছিল এবং অনেক দূর থেকে এই ধোঁয়া দেখা গেছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিগুলো থেকে দেখা যায়, হেলিওপলিস জেলা থেকে ধোয়া ও আগুন উঠতে দেখা যাচ্ছে।

দেশটির বিমান মন্ত্রী ইউনিস আল মাসরি বলেন, কোনরকম বিমান চলাচল বিঘ্নিত হয়নি। রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম জানায়, আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে দমকলকর্মীরা।