বিক্ষোভের পরও স্কটল্যান্ডে ছুটি উপভোগ করছেন ট্রাম্প!

অব্যাহত বিক্ষোভ ও প্রতিবাদের পরই স্কটল্যান্ডে ছুটি কাটানো উপভোগ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই টুইট বার্তায় স্কটল্যান্ডের টার্নবেরি রিসোর্টের প্রশংসা করে সেখানে গল্ফ খেলার পরিকল্পনার কথাও জানান ট্রাম্প।

trump-5

শুক্রবার ট্রাম্পের স্কটল্যান্ড যাওয়ার দিনই প্রায় ১০ হাজার মানুষ এডিনাবার্গের রাস্তায় মিছিল করেছেন। স্কটল্যান্ডের পুলিশ ট্রাম্পের আশপাশ থেকে বিক্ষোভকারীদের দূরে রাখার চেষ্টা করা সত্বেও শুক্রবার ট্রাম্প হোটেলে প্রবেশ করার পর তার সামনের হোটেল থেকে প্যারাসুট নিয়ে ওই এলাকায় ঢুকে পড়েন এক বিক্ষোভকারী। তার হাতে একটি ব্যানার ছিল যাতে লেখা ছিল- ট্রাম: একজন নিম্নমানের বর্ণবাদী। এছাড়া শনিবারও সেখানে ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া শুক্রবার বিকালে বিমানযোগে স্কটল্যান্ডের প্রেস্টিবিক বিমানবন্দরে পৌঁছান। সেখান থেকে গাড়িতে করে অবকাশযাপন কেন্দ্র ট্রাম্প টার্নবেরিতে যান তারা। সেখানে পৌঁছে একটি টুইট করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, আমি স্কটল্যান্ডে পৌঁছে গেছি। এখানে দুই দিন থেকে বৈঠক আর সাক্ষাৎ করবো আশা করি, এখানে আমার এটা আমার ছোটবেলার শখ গল্ফও খেলবো। আবহাওয়া চমৎকার, আর জায়গাটিও অসাধারণ। সোমবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠেকর জন্য আমি আগামীকাল হেলসিনকিতে যাবো।

সূত্র: দ্য গার্ডিয়ান