সৌদি নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার আইএসের

সৌদি আরবের নিরাপত্তা চৌকিতে হামলার দায় স্বীকার করেছে জঙ্গিগোষ্ঠী আইএস। সংগঠনটির অনলাইন পত্রিকায় শনিবার (১৪ জুলাই) প্রকাশিত এক বিবৃতিতে এই দায় স্বীকার করা হয়।

Saudi_police-e1488491456208

সৌদি প্রেস এজেন্সি রবিবার (৮ জুলাই) জানায়, রাজধানী রিয়াদের উত্তরের কাসিম প্রদেশের বুরাইদাহ শহরে ওই হামলায় একজন নিরাপত্তা রক্ষী ও একজন বিদেশি নিহত হয়। শনিবার আইএস তাদের অনলাইন পত্রিকা আল নাবায় জানায়, ওই হামলার সময় তাদের তিনজন সদস্য নিহত হয়। তবে এই দাবির পক্ষে কোনও প্রমাণ হাজির করেনি সংগঠনটি।

গত সপ্তাহে রিয়াদের অপরাধ আদালত আইএসের সঙ্গে সম্পর্কিত একটি সন্ত্রাসী গোষ্ঠীর সাত সদস্যের বিচার শুরু করে। এরই জেরে হামলা চালানো হয়েছে বলে দাবি করা হয়। সূত্র: মিডলইস্ট মনিটর।