কারাগারের দেয়াল ভোটারদের থেকে আমাকে বিচ্ছিন্ন করতে পারবে না: নওয়াজ

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মুসলিম লীগ (পিএমএল-এন) নেতা নওয়াজ শরিফ দাবি করেছেন, ভোটারদের থেকে দূরে রাখতেই তাকে কারাবন্দি করা হয়েছে। গ্রেফতারের আগে ধারণকৃত এক অডিও বার্তায় নওয়াজ এই অভিযোগ করেন।

পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ

লন্ডনে কেনা বিলাসবহুল চারটি ফ্ল্যাটের মূল্য পরিশোধে দেওয়া অর্থের উৎস দেখাতে ব্যর্থ হওয়ার দায়ে ৬ জুলাই নওয়াজ শরিফকে ১০ বছরের কারাদণ্ড দেয় আদালত। মেয়ে মরিয়মকে দেওয়া হয় ৭ বছরের কারাদণ্ড। ১৩ জুলাই লন্ডন থেকে আবুধাবি হয়ে দেশে ফিরেই গ্রেফতার হন দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত নওয়াজ ও তার কন্যা মরিয়ম।

নওয়াজ তার বার্তায় ভোটারদের উদ্দেশে বলেন, ‘জাতির কন্যা মরিয়ম নওয়াজকেও কারাবন্দি করা হয়েছে। চক্রান্তকারীরা জানে না, কোনও কারাগারের দেয়ালই ভোটারদের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারবে না।’ সাবেক এই প্রধানমন্ত্রী বলেন, ‘কোনও স্বৈরশাসকই এই সম্পর্ক ভাঙতে পারেনি আর কোনও পাপী এই দীর্ঘ সম্পর্কে ফাটল ধরানোর পৈচাশিক পরিকল্পনায় সফল হতে পারবে না।’

উল্লেখ্য, নব্বইয়ের দশকে লন্ডনে পার্ক লেনের অ্যাভেনফিল্ড হাউসে চারটি বিলাসবহুল ফ্ল্যাট কেনে নওয়াজের পরিবার। এ নিয়ে নওয়াজ শরিফের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়। নওয়াজ শরিফ বরাবরই দুর্নীতির এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করে আসছেন। আদালতের রায়ে বলা হয়েছে, ফ্ল্যাট কেনার অর্থের বৈধ উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন নওয়াজ। আদালত পিতা-কন্যার পাশাপাশি মরিয়মের স্বামী ক্যাপ্টেন সফদারকে এক বছরের কারাদণ্ড দেয়। কারাদণ্ডের পাশাপাশি নওয়াজকে ৮০ লাখ ব্রিটিশ পাউন্ড ও মরিয়মকে ২০ লাখ ব্রিটিশ পাউন্ড জরিমানা করা হয়।