লিবীয় উপকূল থেকে ১৬৫ শরণার্থী উদ্ধার

লিবিয়ার উপকূল থেকে অন্তত ১৬৫ জন শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে ৩৪ নারী ও ১২ শিশুও রয়েছে। মঙ্গলবার দেশটির নৌবাহিনীর এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, ত্রিপোলীর ৭৫ কিলোমিটার পূর্বের কাস্টেলভার্ডে উপকূল সংলগ্ন সাগরে একটি রাবারের নৌকা থেকে তাদের উদ্ধার করা হয়। এ সময় এক শিশুর মরদেহেরও সন্ধান মিলে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

nonameনৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, উদ্ধারের আগে ৬০ ঘণ্টারও বেশি সময় ধরে অভুক্ত ছিলেন ভাগ্যবিড়ম্বিত এই শরণার্থীরা। এমনকি তারা পানি পানেরও সুযোগ পাননি।

২০১১ সালে লিবীয় নেতা মুয়াম্মর গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে অস্থিরতা শুরু হয়। মানব পাচারকারীদের কাছে গুরুত্বপূর্ণ রুট হয়ে উঠে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূল। গত বছর এই পথ পাড়ি দিয়ে ইতালি ও অন্য ইউরোপীয় দেশগুলোতে পৌঁছায় প্রায় এক লাখ ২০ হাজার শরণার্থী। এই পথ ব্যবহার করতে গিয়ে গত ফেব্রুয়ারিতেও লিবিয়ার পশ্চিম উপকূলে নৌকাডুবিতে প্রায় ৯০ জনের মৃত্যু হয়।