মন্ত্রিসভায় রদবদল আনছে ইরান

মন্ত্রিসভায় রদবদল আনতে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। বুধবার প্রেসিডেন্ট দফতরের মুখ্য কর্মকর্তা মাহমুদ ওয়ায়েজি সাংবাদিকেদের এ তথ্য জানিয়েছেন। রদবদল করে তুলনামূলক তরুণদের মন্ত্রিসভায় আনার চিন্তাভাবনা করছেন প্রেসিডেন্ট; এমন গুঞ্জন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইতিবাচক জবাব দেন। অবশ্য, কতজনকে পরিবর্তন করা হবে তা তিনি নিশ্চিত করেননি। তবে প্রেসিডেন্টের অর্থনৈতিক টিমে বেশ কয়েকটি পরিবর্তন হবে বলে জানান ওয়ায়েজি।

তেহরানের সঙ্গে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর উদ্ভুত পরিস্থিতি মোকাবিলায় মন্ত্রিসভায় এসব পরিবর্তন আনা হচ্ছে।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। পরে তিনি তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন। সূত্র: পার্স টুডে।