ভারতের উত্তরাখণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪

ভারতের উত্তরাখণ্ডে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ১৮ জন। ১৯ জুলাই বৃহস্পতিবার সকালে রাজ্যের তেহরি জেলার চাম্বা শহরের কাছে সরকারি সংস্থার একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

nonameউত্তরকাশির বাদকট এলাকা থেকে চাম্বা শহর অভিমুখে যাত্রা করেছিল দুর্ঘটনাকবলিত বাসটি। পথিমধ্যে সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পাশ্ববর্তী খাদে পড়ে গেলে হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছান জরুরি বিভাগের কর্মীরা। তারা গিয়ে ২৯ জনকে উদ্ধার করেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। তাদের বিমানযোগে রিশিকেশে অবস্থিত অল ইন্ডিয়া ইন্সটিটিউট অব মেডিক্যাল সায়েন্সেস (এআইআইএমএস)-এ পাঠানো হয়েছে।

উত্তরাখণ্ডের দুর্যোগ বিভাগের কর্মকর্তা অমিত সিং নেগি বলেন, দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু হয়। জেলা ম্যাজিস্ট্রেট সনিকা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি উদ্ধার ও সরকারি সাহায্য সংক্রান্ত কার্যক্রম তদারক করছেন।

নিহতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়ার ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্তের ঘোষণা দিয়েছে পরিবহন সচিব।