সিঙ্গাপুরে সাইবার হামলায় ১৫ লাখ রোগীর তথ্য চুরি

শুক্রবার সিঙ্গাপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, হ্যাকাররা সাইবার হামলা চালিয়ে দেশটির এক চতুর্থাংশ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরি করেছে। প্রায় ১৫ লাখ নাগরিকের ব্যক্তিগত তথ্য চুরির এ ঘটনায় খোয়া গেছে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিয়েন লুংয়ের তথ্যও। সংবাদমাধ্যম আরব নিউজ লিখেছে, সাইবার হামলায় তথ্য খোয়া যাওয়ার ঘটনাগুলোর মধ্যে এবারের ঘটনাটিই সিঙ্গাপুরে ঘটা সবচেয়ে বড় হামলা।1258391-678973784

রোগীদের ব্যক্তিগত তথ্য ও তাদের চিকিৎসার বিবরণী সংরক্ষিত ডাটাবেসে চালানো সাইবার হামলাটিকে ‘অভাবিত’ আখ্যা দিয়ে দেশটির স্বাস্থ্য ও তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিবৃতি দেওয়া হয়েছে। সিঙ্গাপুরের স্বাস্থ্যমন্ত্রী  কিম ইয়ং সাংবাদিকদের বলেছেন, হামলাকারীরা প্রধানমন্ত্রী লি সেইন লুংয়ের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পেতে তার চিকিৎসা সংক্রান্ত রেকর্ডে প্রবেশের চেষ্টা করেছে বারবার। প্রধানমন্ত্রী লুং ক্যান্সারে আক্রান্ত।

চুরি যাওয়া তথ্যগুলো তাদের যারা ২০১৫ সালে পয়লা মে থেকে ২০১৮ সালের ৪ জুলাই পর্যন্ত চিকিৎসা নিতে হাসপাতালে গেছেন। রোগীদের নাম ও ঠিকানাই মূলত চুরি হয়েছে। কোনও কোনও ক্ষেত্রে তাদেরকে ওষুধের তথ্যও খোয়া গেছে। সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা কোন রোগের চিকিৎসা নিচ্ছেন সে তথ্য ফাঁস হয়নি। হ্যাকাররা ডাটাবেসের কোনও তথ্য মুছে দেয়নি বা ওলটপালটও করেনি।

বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুরের সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর একটি সিংহেলথের কমপিউটার ভাইরাস আক্রান্ত হয়েছিল। সেখান থেকেই হ্যাকাররা ডাটাবেসে প্রবেশাধিকার পায়। গত ২৭ জুন থেকে ৪ জুলাইয়ের মধ্যে কোনও এক সময় হ্যাকিংয়ের ঘটনাটি ঘটেছে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। তবে সরকারের পক্ষ থেকে ‘তদন্তের স্বার্থে’ হ্যাকারদের পরিচয় প্রকাশে  অস্বীকৃতি জানানো হয়েছে।

২০১৭ সালে হ্যাকারররা সিঙ্গাপুরের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ডাটাবেস হ্যাক করেছিল। এতে দেশটির সেনাবাহিনীর ৮৫০ জন সদস্য ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের তথ্য চুরি হয়।