হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য ফাঁসের শঙ্কা রাশিয়ার

একটি মহাকাশ গবেষণা কেন্দ্র থেকে শব্দের চেয়েও পাঁচগুন দ্রুত গতি সম্পন্ন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের তথ্য পশ্চিমা গোয়েন্দাদের কাছে ফাঁস হয়েছে বলে আশঙ্কা করছে রাশিয়া। দেশটির ফেডারেল সিকিউরিটি সার্ভিসের (এফএসবি) সদস্যরা রাষ্ট্রায়ত্ব মহাকাশ গবেষণা কেন্দ্র রসকসমসে অভিযান চালিয়েছে। তল্লাশি চালানো হয়েছে গবেষণা কেন্দ্রের এক পরিচালকের কক্ষে। সন্দেহের তালিকায় রয়েছে ওই কেন্দ্রের অন্তত দশ কর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে রসকসমস বলছে তারা এফএসবি সদস্যদের পূর্ণ সহায়তা দিচ্ছেন। 

noname

গত বৃহস্পতিবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কিনজর ও আভানগার্ড নামের দুটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ভিডিও অবমুক্ত করে। দুটি ক্ষেপণাস্ত্রই পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম।

তবে রুশ সামরিক বিশেষজ্ঞ পাভেল ফেলগেনহার বিবিসিকে বলেছেন এই ক্ষেপণাস্ত্র দুটির কার্যকারিতা নিয়ে তিনি সন্দিহান। গোয়েন্দা অনুসন্ধান রাজনৈতিকভাবে বিব্রতকর বলেও মন্তব্য করেন তিনি।