ইরাক সীমান্তে খুন ইরানের ১০ সেনাসদস্য

ইরাক সীমান্তে অবস্থিত ইরানের একটি সামরিক চেকপয়েন্টে হামলার ঘটনা ঘটেছে। এতে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অন্তত ১০ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১ জন। শুক্রবার দিবাগত রাতে হামজা সাইয়্যেদ আশ-শোহাদা নামের ওই সামরিক ঘাঁটিতে হামলা চালায় সন্ত্রাসীরা।

nonameঘাঁটি থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, মারিভান এলাকার দারি গ্রামে এ হামলা চালানো হয়। উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের এক পর্যায়ে গোলাবারুদের গুদামে বিস্ফোরণ ঘটে। এতে আইআরজিসি’র ১০ সদস্য শহীদ হন।

হামলার দায় স্বীকার করেছে ‘পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তান’ (পিজেএকে) নামের একটি সংগঠন। মিডল ইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ‘পার্টি অব ফ্রি লাইফ অব কুর্দিস্তান’ (পিজেএকে) ইরানের কুর্দিদের জন্য স্বশাসন চায়। তুরস্কের কুর্দি সশস্ত্র গোষ্ঠী কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি (পিকেকে)-এর সঙ্গে সম্পর্ক রয়েছে দলটির।

সাম্প্রতিক বছরগুলোতে ইরাক সীমান্তে একক কোনও হামলায় ইরানি সেনাদের নিহত হওয়ার ঘটনা এটাই সর্বোচ্চ। নিহত ১০ সেনার মধ্যে সাতজন ইরানের মারিভান এলাকার অধিবাসী। একজন সানান্দাজের এবং তিনজন কোরভে এলাকার অধিবাসী। সূত্র: পার্স টুডে, মিডল ইস্ট মনিটর।