উ. কোরিয়ার ওপর চীন-রাশিয়াকে চাপ প্রয়োগের আহ্বান যুক্তরাষ্ট্রের

উত্তর কোরিয়াকে পরমাণু নিরস্ত্রীকরণে চীন এবং রাশিয়াসহ গোটা বিশ্বকে চাপ বাড়ানোর নীতি অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেন, পরমাণু অস্ত্র ত্যাগ করার ব্যাপারে নিজের দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের। শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কূটনীতিকদের ব্রিফিং শেষে মার্কিন পম্পেও এবং জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালে উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞার চাপ কমানোর ব্যাপারে হুঁশিয়ারি দেন।

4bpr16e2a03f9117wwn_800C450গত মাসে সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে এক ঐতিহাসিক বৈঠকে করেন ট্রাম্প। ওই বৈঠকে কোরীয় উপদ্বীপের পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হয়। ১২ জুনের ওই বৈঠকে কোনও সময় সীমা বা কখন এই প্রক্রিয়া শুরু হবে তা নিয়ে সূচি বলা হয়নি। তবে বৈঠকের পর দ্রুত এই প্রক্রিয়া শুরুর ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প।

পম্পেও বলেন, কিম প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি কোরীয় উপদ্বীপকে পরমাণু নিরস্ত্রীকরণ করতে প্রস্তুত আছেন। এ বিষয়ে পিয়ংইয়ং এবং ওয়াশিংটন একমত হয়েছিল। এখন আমরা দেখতে চাই যে বিশ্বকে কিম যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটির বাস্তবায়ন তিনি ঘটাবেন।

পিয়ংইয়ং যেন তার পরমাণু এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচি শক্তিশালী করতে না পারে সেজন্য ২০০৬ সাল থেকে উত্তর কোরিয়ার ওপর সর্বস্মতভাবে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।