মাদুরোর ওপর হামলা সাজানো: দাবি বিরোধীদের

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ওপর ড্রোন হামলার নিন্দা জানিয়েছেন দেশটির নির্বাসিত বিরোধী নেতা জুলিও বোর্গেস। তবে একইসঙ্গে ওই হামলাকে তিন সাজানো ঘটনা বলে বলে দাবি করেছেন। টুইটারে দেওয়া এক পোস্টে তিনি বলেন, দেশবাসী বা বিশ্ববাসী কেউই এই প্রহসনের হামলার ঘটনা বিশ্বাস করে না। আমরা সবাই জানি যে, তার একনায়কতন্ত্রের বিরোধীদের দমনের হাতিয়ার হিসেবে এই ঘটনা সাজানো হয়েছে।

এদিকে মাদুরোর অনুষ্ঠানে ড্রোন হামলার দায় স্বীকার করেছেন দেশটির একটি নগরীর সাবেক পুলিশ প্রধান সালভাতর লুকেসি। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ ব্যাপারে নিজের অবস্থান পরিষ্কার করেন।

সাবেক পুলিশ কর্মকর্তা সালভাতর লুকেসি ভেনেজুয়েলায় সরকারবিরোধী আন্দোলনকারী হিসেবেও পরিচিত। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রেজিসটেন্স’ নামে পরিচিত চরমপন্থী গোষ্ঠীর সহায়তায় তিনি ওই হামলার ব্যবস্থা করেন। এই গোষ্ঠীটি মূলত ভেনেজুয়েলার সরকারবিরোধীদের একটি সাধারণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়। মূলত অ্যাক্টিভিস্ট, ছাত্র সংগঠক ও সাবেক সামরিক কর্মকর্তাদের নিয়েই এটি গড়ে উঠেছে।

রেজিসটেন্স-এর আমাদের সশস্ত্র সংগ্রাম অব্যাহত রাখারও ঘোষণা দেন লুকেসি।

এদিকে ভেনেজুয়েলার বিরোধী দল অভিযোগ করেছে, তাদের আইনপ্রণেতা জুয়ান রিকুয়েসেনস ও তার বোন ছাত্রনেতা রাফায়েলা রিকুয়েসেনসকে মঙ্গলবার রাতে তাদের বাড়ি থেকে অপহরণ করা হয়েছে।

গত সপ্তাহে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সামরিক বাহিনীর এক অনুষ্ঠানে থাকা অবস্থায় দুইটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। রাষ্ট্রীয় টেলিভিশনে ওই অনুষ্ঠান প্রচার চলমান থাকা অবস্থায় ওই বিস্ফোরণের শব্দের পর সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়। পরে জানানো হয়, প্রেসিডেন্টকে হত্যার উদ্দেশ্যে মঞ্চের কাছাকাছি ড্রোনের বিস্ফোরণ ঘটানো হয়েছে।