ভারতে বন্যায় ৭৭৪ জনের প্রাণহানি

ভারতে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় অন্তত ৭৭৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। মহারাষ্ট্র, আসাম, পশ্চিমবঙ্গ, কেরালা, উত্তর প্রদেশ, নাগাল্যান্ড ও গুজরাটে এই বন্যা আঘাত আনে।

thumbs_b_c_25eec94e6532c76b9d7d731f2f7d5d86রবিবার রাতে এক বিবৃতিতে ভারতের জাতীয় ইমারজেন্সি রিসপন্স সেন্টার জানায়, সাত রাজ্যে ২৪৫ জন আহত হয়েছেন। কেরালায় ১৮৭ জন, উত্তর প্রদেশে ১৭১ জন, পশ্চিমবঙ্গে ১৭০ জন, মহারাষ্ট্রে ১৩৯ জন, গুজরাটে ৫২ জন, অসমে ৪৫ জন ও নাগাল্যান্ডে ৮ জন মারা গিয়েছেন।

এছাড়া কেরালায় ২২ জন ও পশ্চিমবঙ্গে ৫ জনসহ মোট ২৭ জন নিখোঁজ রয়েছেন। ভারী বৃষ্টি ও বন্যায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ে মহারাষ্ট্রের ২৬টি, অসমের ২৩টি, পশ্চিমবঙ্গের ২২টি, কেরালার ১৪টি, উত্তর প্রদেশের ১২টি, নাগাল্যান্ডের ১১টি এবং গুজরাটের ১০টি জেলা।

এর আগে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, কেরালা রাজ্যের ১৪টি জেলার মধ্যে অর্ধেকেরও বেশি জেলায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নিচু এলাকা থেকে ৩০ হাজার মানুষকে সরকারি ত্রাণশিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। সেখানকার বন্যা পরিস্থিতির এখনও উন্নতি হয়নি। আবহাওয়া দফতর রাজ্যটিতে ভারী বর্ষণের আভাস দিয়েছে।