বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখ: জাতিসংঘ

মিয়ানমারে জাতিগত নিধনের শিকার হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গার সংখ্যা প্রায় ১০ লাখে দাঁড়িয়েছে। ২০১৮ সালের ২১ জুন পর্যন্ত করা পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের কক্সবাজারে বসবাসরত রোহিঙ্গাদের সংখ্যা এখন ৯ লাখ ১৮ হাজার ৯৩৬। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

এক রোহিঙ্গা নারী
কয়েক প্রজন্ম ধরে রাখাইনে বসবাস করে আসলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব স্বীকার করে না মিয়ানমার। উগ্র বৌদ্ধবাদকে ব্যবহার করে সেখানকার সেনাবাহিনী ইতিহাসের বাঁকে বাঁকে স্থাপন করেছে সাম্প্রদায়িক অবিশ্বাসের চিহ্ন। ছড়িয়েছে বিদ্বেষ। ১৯৮২ সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদেরকে দেশের স্বীকৃত জাতিগোষ্ঠীর তালিকা থেকে বাদ দেওয়ার পর রাষ্ট্রীয় পরিচয়হীন হয়ে পড়ে রোহিঙ্গারা। রাখাইনে সাম্প্রদায়িক দাঙ্গা ও জাতিগত নিধনের শিকার হয়ে বিভিন্ন সময়ে বাংলাদেশে পালিয়ে এসেছে রোহিঙ্গারা।

জাতিসংঘের জনসংখ্যা তহবিলের সাম্প্রতিক প্রতিবেদন বলছে, গত তিন দশক ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা ৯ লাখ ১৮ হাজার ৯৩৬ রোহিঙ্গার। এর মধ্যে ৫২ শতাংশ নারী এবং ১৬ শতাংশ সিংগেল মাদার। কেবল ২০১৭ সালের আগস্ট থেকে এ পর্যন্ত ৭ লাখ ৭ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে।