কেরালার বন্যাদুর্গতদের পাশে আরব আমিরাত, সবাইকে এগিয়ে আসার আহ্বান

ভারতের কেরালার রাজ্যের বন্যাদুর্গত মানুষের পাশে এগিয়ে এসেছে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাত। শনিবার দুর্গত এলকার মানুষকে ত্রাণ সরবরাহের জন্য একটি কমিটি গঠন করেছে দেশটি। টুইটারে দেওয়া এক পোস্টে নিজ দেশের এমন উদ্যোগের কথা জানিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। একইসঙ্গে সরকারের এই উদ্যোগে ব্যাপক অবদান রাখতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আমিরাতের ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাখতুম। ফাইল ছবি।কেরালার বন্যাদুর্গতদের জন্য সংযুক্ত আরব আমিরাতের গঠিত এই কমিটিতে ইমিরেটস রেড ক্রিসেন্ট (ইআরসি)-এর নেতৃত্বে দেশটির অন্যান্য মানবিক সহায়তা সংস্থাগুলোকেও যুক্ত করা হবে।

কমিটির প্রত্যাশা, আমিরাতে বসবাসরত ভারতীয়রাও সরকারের এ উদ্যোগে এগিয়ে আসবে।

এর আগে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট খলিফা বিন জায়েদ আল নাহিয়ান কেরালার বন্যায় প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে শোক প্রকাশ করেন।

ভারতীয়দের পাশে এগিয়ে আসার জন্য নিজ দেশের নাগরিকদের প্রতি আহ্বান জানান আমিরাতের প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘ঈদুল আজহাকে সামনে রেখে আমাদের ভারতীয় ভাইদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ভুল করবেন না।’

এদিকে কেরালায় সাম্প্রতিক বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩২৪ জনে দাঁড়িয়েছে। বিমানে দুর্গত এলাকা পরিদর্শন শেষে শনিবার রাজ্যটির জন্য অতিরিক্ত ৫০০ কোটি রুপি বরাদ্দের ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেরালার মুখ্যমন্ত্রী পিনারায়ি ভিজায়ানের সঙ্গে উচ্চ পর্যায়ের এক বৈঠকের পর তিনি এই ঘোষণা দেন। এছাড়া প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল থেকে বন্যায় নিহত প্রত্যেকের পরিবারকে অতিরিক্ত ২ লাখ এবং গুরুতর আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি দেওয়ার ঘোষণা দেন।

ভারতের ‘ন্যাশনাল ইমার্জেন্সি রেসপন্স সেন্টার’ (এনইআরসি)-এর তথ্য অনুযায়ী, বন্যায় রাজ্যের ৩০ হাজার ৫০০ হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে পিনারায়ি ভিজায়ান জানান, প্রাথমিক হিসাবে বন্যার কারণে রাজ্যটির প্রায় ১৯ হাজার ৫১২ কোটি রুপির ক্ষতি হয়েছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।