গঙ্গায় ভাসানো হলো বাজপেয়ীর চিতাভস্ম

মৃত্যুর চার দিনের মাথায় উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে গঙ্গায় ভাসানো হলো ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ীর চিতাভস্ম। রবিবার হরিদ্বারের হর কি পৌড়ি ঘাটে চিতাভস্ম ভাসান বাজপেয়ীর মেয়ে নমিতা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী ত্রিবেন্দ্র সিং রাওয়াত।

nonameদিল্লির স্মৃতিস্থল থেকে চিতাভস্ম সংগ্রহ করেন নমিতা ভট্টাচার্য। সঙ্গে ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখান থেকে হরিদ্বারে পৌঁছান তারা। হরিদ্বারে পৌঁছে অস্থি কলস রাখা হয় পান্না লাল ভল্লা মিউনিলিপাল ইন্টার কলেজে। সেখান থেকে শুরু হয় অস্থি কলস যাত্রা। কলসি পৌঁছায় প্রেম আশ্রমে। সেখান থেকে হর কি পৌড়ি ঘাটে নিয়ে গিয়ে গঙ্গায় ভাসানো হয় অটল বিহারি বাজপেয়ীর চিতাভস্ম।

বাজপেয়ীর চিতাভস্ম বিসর্জনের কর্মসূচি আগেই প্রকাশ করেছিল বিজেপি। সূচি অনুসায়ী, হরিদ্বারে চিতাভস্ম ভাসানোর পর পুরো ভারতের বিভিন্ন নদীতে ভাসানো হবে চিতাভস্ম।

উল্লেখ্য, ১৬ আগস্ট বৃহস্পতিবার দিল্লির অল ইন্ডিয়া মেডিক্যাল সার্ভিসেস (এআইএমএস) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিন দফায় ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা অটল বিহারী বাজপেয়ী। কিডনি ইনফেকশনসহ একাধিক সংক্রমণের কারণে গত ১১ জুন থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৯৩ বছর বয়সী এই বিজেপি নেতা।

শুক্রবার দিল্লির স্মৃতিস্থল শ্মশানে বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন হয়। ভারতের প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ, ভাইস প্রেসিডেন্ট এম ভেনকাইয়াহ নাউডু, সাবেক প্রধানমন্ত্রী ও কংগ্রেস নেতা মনমোহন সিংহ, বর্ষীয়ান বিজেপি নেতা এল কে আদভানি এতে অংশ নেন। সূত্র: জি নিউজ।