ইমরানের মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ

পাকিস্তানের নবনির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা শপথ গ্রহণ করেছেন। সোমবার (২০ আগস্ট) প্রেসিডেন্ট মামনুন হুসেন ১৬ জন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। প্রেসিডেন্ট হাউসে এ শপথ গ্রহণ পর্ব অনুষ্ঠিত হয়। ইমরানও সেখানে উপস্থিত ছিলেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও টিভির এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে।

মন্ত্রীদের শপথ
পাকিস্তানে ১৬ জন মন্ত্রী ও পাঁচ উপদেষ্টাকে নিয়ে গঠিত হচ্ছে প্রধানমন্ত্রী ইমরানের মন্ত্রিপরিষদ। সোমবার মন্ত্রিপরিষদের সদস্যদের শপথ বাক্য পাঠ করানো হয়। এরপর মন্ত্রীরা বৈঠক করেন। ইমরানের মন্ত্রিপরিষদের সদস্যদের মধ্যে রয়েছেন: আইনমন্ত্রী মোহাম্মদ ফারোগ নাসিম, প্রতিরক্ষামন্ত্রী পারভেজ খাত্তাক, পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি, অর্থমন্ত্রী আসাদ উমর, রেলমন্ত্রী শেখ রশিদ আহমেদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ফাওয়াদ চৌধুরী, প্রতিরক্ষা উৎপাদনবিষয়ক মন্ত্রী ফাহমিদা মির্জা, তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী খালিদ মকবুল সিদ্দিকি, মানবাধিকার মন্ত্রী শিরিন মাজারি, কেন্দ্রীয় শিক্ষা ও ঐতিহ্য সংক্রান্ত মন্ত্রী শাফকাত মাহমুদ এবং জাতীয় স্বাস্থ্য সেবাবিষয়ক মন্ত্রী আমির মেহমুদ কিয়ানি।

যে পাঁচ জন পাকিস্তানের প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে কাজ করবেন তারা হলেন: মোহাম্মদ শেহজাদ আরবাব (স্টাবলিশমেন্ট), আব্দুল রাজ্জাক দাউদ (বাণিজ্য, টেক্সটাইল ও বিনিয়োগ), ড. ইশরাত হুসেইন (শিল্পখাতের সংস্কার ও কৃচ্ছ্বতা), আমির আসলাম (জলবায়ু পরিবর্তন) এবং জহিরুদ্দিন বাবর আওয়ান (সংসদীয় কার্যক্রম)।

সরকারের শরিক দলগুলো মোট ছয়টি মন্ত্রণালয় পেয়েছে। মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তান (এমকিউএম-পি) পেয়েছে দুইটি। পাকিস্তান মুসলিম লীগ-কয়েদ (পিএমএল-কিউ), আওয়ামী মুসলিম লীগ (এএমএল), গ্র্যান্ড ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স (জিডিএ) এবং বেলুচিস্তান আওয়ামী পার্টির (বিএপি) প্রত্যেকে একটি করে মন্ত্রণালয় পেয়েছে।