নতুন জঙ্গিবিমান উন্মোচন করল ইরান (ভিডিও)





‘কাওসার’ নামে নতুন একটি জঙ্গিবিমান উন্মোচন করেছে ইরান। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এবং অভ্যন্তরীণ নকশা অনুসারে এটিই ইরানের তৈরি প্রথম জঙ্গিবিমান। সে দেশের সংবাদমাধ্যম পার্স টুডে জানিয়েছে, আজ (মঙ্গলবার) জাতীয় প্রতিরক্ষা শিল্প দিবস উপলক্ষে রাজধানী তেহরানে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিমান উন্মোচন করা হয়।

1052787564

গত শনিবার ইরানি টেলিভিশনের একটি লাইভ অনুষ্ঠানে জেনারেল হাতামি জানিয়েছিলেন, ইরানের প্রতিরক্ষা শিল্প দিবসে নতুন বিমান উন্মোচন করা হবে। তিনি আরো বলেছিলেন, “আমাদের প্রধান ফোকাস হচ্ছে ক্ষেপণাস্ত্রের ওপর; একেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। এ ক্ষেত্রে আমরা ভালো অবস্থানে আছি তবে সেখানে আরো উন্নতির প্রয়োজন রয়েছে।
মঙ্গলবার বিমান উন্মোচনের অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি, প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি এবং অন্যান্য শীর্ষ সামিরক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, কাওসার জঙ্গিবিমানে উন্নত বৈমানিক প্রযুক্তি ও ফায়ার কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে। এ বিমান স্বল্প পাল্লার অভিযানে ব্যবহার করা যাবে।
ভিডিও: