মোদিকে হত্যার ষড়যন্ত্র, মাওবাদী লেখক গ্রেফতার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যা পরিকল্পনার অভিযোগে মাওবাদী লেখক ভারাভারা রাওকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার হায়দরাবাদে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে স্থানীয় এক সাংবাদিক ও অধিকারকর্মী গৌতম নাভাকহামকেও গ্রেফতার করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

নরেন্দ্র মোদিপুনে থেকে যাওয়া এক পুলিশ দল ভারাভারা রাওয়ের বাড়ি তল্লাশির পর তাকে গ্রেফতার করে। তল্লাশি করা হয় তার আত্মীয় ও বন্ধুর বাড়ি। পরে তার ওই সাংবাদিক বন্ধুকেও গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর সরকার পরিচালিত গান্ধী হাসপাতালে নিয়ে যাওয়া হয় ভারাভারা রাওকে। পুনেতে পাঠানোর আগে হায়দরাবাদেই তাকে আদালতের মুখোমুখি করা হবে।

২০১৮ সালের জুনে সহিংসতার ঘটনায় গ্রেফতার হওয়া এক ব্যক্তির কাছ থেকে একটি চিঠি উদ্ধার করে পুলিশ। ওই চিঠিতে মোদিকে হত্যার ষড়যন্ত্রের প্রমাণ মেলে। এতে মোদিকে হত্যা করতে একটি এম-ফোর রাইফেল ও গুলি কেনার জন্য ৮ কোটি রুপি চাওয়া হয়েছিল। আর চিঠির শেষে উল্লেখ ছিল ভারাভারার রাওয়ের নাম। এরপরই বিষয়টি নিয়ে নড়েচড়ে বসে পুলিশ। তবে মোদিকে হত্যার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার কথা জোরালোভাবে অস্বীকার করেছেন ভারাভারা রাও।