২০১৯ সাল হবে বিজেপির বিদায়ের বছর: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ২০১৯ সাল হবে বিজেপির বিদায়ের বছর। তার ভাষায়, ‘এখন থেকে স্লোগান তুলুন দুই হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ’। মঙ্গলবার পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় ছাত্র-যুবকদের এক সমাবেশে তিনি এমন মন্তব্য করেন।

মমতা বন্দ্যোপাধ্যয়আসামের জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) ধাঁচে পশ্চিমবঙ্গেও এনআরসি চালু করা প্রসঙ্গে বিজেপি নেতাদের দাবির প্রতিও কটাক্ষ করেন মমতা। তিনি বলেন, ‘কেউ কেউ বলছেন, এখানেও চালু করতে হবে! কে চালু করবে এখানে? হরিদাস সব। এখানে বাঘের বাচ্চারা বসে আছে, এত সহজ নয়। চালু করবে! চালু করবার আগে নিজেরাই শেষ হয়ে যাবে। চালুটা করবে কবে? ২০১৯ সালে (লোকসভা নির্বাচনের বছর) তোমাদের বিদায়ের ঘণ্টা বাজছে। এখন থেকে স্লোগান তুলুন দু’হাজার উনিশ, বিজেপি হবে ফিনিশ’।

বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার উন্নয়নের সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘যারা কেন্দ্রীয় সরকারের বিভিন্ন পদক্ষেপের বিরোধিতা করছে তাদের বিভিন্ন এজেন্সি দিয়ে ভয় দেখানো হচ্ছে! বিজেপিকে ক্ষমতায় রাখার জন্য বিভিন্ন এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। আগামী দিন কিন্তু বিজেপি থাকবে না। কিন্তু যারা তাদের কথা শুনে এসব করছে তারা কিন্তু জেনে রাখবেন নামগুলো প্রত্যেকটি অক্ষরে অক্ষরে লেখা থাকবে। নিরপেক্ষভাবে কাজ করলে আমাদের তাতে কোনও আপত্তি নেই।’

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলা সবচেয়ে বেশি প্রতিবাদ করে বলে বাংলা ধ্বংস করাই ওদের (বিজেপি) উদ্দেশ্য। সূত্র: পার্স টুডে।