লন্ডনে প্রাথমিক স্কুলে বিশাল অগ্নিকাণ্ড

যুক্তরাজ্যের লন্ডনে একটি প্রাথমিক স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে ১২টি ইউনিট ও ৮০ জন দমকলকর্মী। ব্রিটিশ সংবাদমাধ্যম এক্সপ্রেস কো ইউকের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

Dagenham-fire-1012673প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালের দিকে ডাজেনহাম এলাকার হিওয়েট রোডের একটি প্রাথমিক বিদ্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় বিদ্যালয়ের ভিতরে কেউ ছিল কিনা তা জানা যায়নি।

পুলিশ জানিয়েছে, এক তলা ভবনের প্রায় অর্ধেকই আগুনে পুড়ে গেছে। সেখানে আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার রড ওয়াইনরাইট বলেন, অনেক দূর থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছিলো। দমকলকর্মীরা অনেক চেষ্টা করেছে আগুন সময়মতো নেভাতে। কিন্তু আগুনে স্কুলের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে।

ওই স্কুলের এক শিক্ষার্থীর মা লরা ফেরেইরা বলেন, নতুন টার্ম শুরুর আগে খুবই উৎসাহী ছিলো বাচ্চারা। কিন্তু হঠাৎ করেই এই আগুন।