বার্সেলোনায় কাতালান স্বাধীনতাকামীদের বড় সমাবেশের পরিকল্পনা

স্পেনের বার্সেলোনায় কাতালান স্বাধীনতাকামীরা  ওই অঞ্চলের জাতীয় দিবস উপলক্ষে বড় সমাবেশের পরিকল্পনা করছেন। মঙ্গলবার স্পেন থেকে বিচ্ছিন্ন হওয়ার ব্যর্থ চেষ্টার প্রায় এক বছর পর তারা এই ঐক্য প্রদর্শনের পরিকল্পনা করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

1989স্বাধীনতা প্রশ্নে গণভোটের পর গত বছরের অক্টোবরে স্পেন থেকে কাতালোনিয়ার স্বাধীনতা ঘোষণা করে পুজদেমনের নেতৃত্বাধীন স্বাধীনতাকামীরা। এরপর স্পেনের জাতীয় সরকার কাতালোনিয়া সরকার ভেঙে দিয়ে পুজদেমনকে বরখাস্ত করে। এরপর রাজনৈতিক আশ্রয় নিয়ে বিদেশে পালিয়ে যান পুজদেমন। পুজদেমন এখন জার্মানিতে অবস্থান করছেন। স্পেন সরকার তাকে ফিরিয়ে দেওয়ার আবেদন করে আসছে। স্পেনের সুপ্রিম কোর্টও পুজদেমনকে গ্রেফতারের জন্য একটি ইউরোপিয়ান গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। তবে তাকে স্পেনে ফেরত পাঠানো হবে কিনা তা নিয়ে এখন জার্মানির একটি আদালতে বিচার চলছে।

মঙ্গলবারের আয়োজন নিয়ে আয়োজকরা জানিয়েছে, ‘কাতালান রিপাবলিক’ উপলক্ষে বার্সেলোনা সমাবেশে অন্তত ৪ লাখ ৬০ হাজার মানুষ যোগ দেবে। যদিও এই সংখ্যা গত বছরের চেয়ে কম। গত বছর স্বাধীনতার পক্ষে অনুষ্ঠিত এই মিছিলে ১০ লাখ লোক অংশ নেয়।

১৭১৪ সালে স্পেনের রাজা পঞ্চম ফিলিপের বাহিনীর কাছে বার্সেলোনার পরাজয় ও অঞ্চলটির স্বাধীনতা হারানোর ঘটনা স্মরণ করে দিনটিতে আঞ্চলিক ছুটি পালিত হয়। এই দিনেই র‌্যালি অনুষ্ঠিত হবে।২০১২ সাল থেকে এই ছুটির দিনটিকে স্বাধীনতাকামীরা স্বাধীনতার আন্দোলন হিসেবে বেছে নিয়েছে।

এ বছরে র‌্যালির মাধ্যমে স্বাধীনতাকামীদের শক্তি সম্পর্কে জানা যাবে। এক বছর আগে কাতালান পার্লামেন্ট একতরফাভাবে ২৭ অক্টোবর স্বাধীনতা ঘোষণা করে।

অটোনোমাস ইউনিভার্সিটি অব বার্সেলোনার রাজনীতির অধ্যাপক ওরিওল বার্তোমেয়াস বলেন, ‘নিজেদের একটি সুসংগঠিত রাজনৈতিক বাহিনী হিসেবে প্রমাণ করতে স্বাধীনতাকামীরা রাস্তায় তাদের শক্তি প্রদর্শন করবে।’

কাতালানের প্রেসিডেন্ট কুইম টোরা বলেন, এই র‌্যালি ‘গণজাগরণের’-এর সূচনা করবে। তিনি বলেন, গত বছর বাতিল করে দেওয়া গণভোটের বার্ষিকী উপলক্ষেও বিক্ষোভ, মিছিল ও সমাবেশ করার পরিকল্পনা আমাদের রয়েছে। সোমবার সন্ধ্যায় টোরা টেলিভিশনে দেওয়া এক ভাষণে বলেন, ‘আমাদের সরকার একটি স্বতন্ত্র প্রজাতন্ত্র বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের জাতি স্বাধীন হতে চায়।’