ক্যালিফোর্নিয়ায় পাঁচজনকে গুলি করে হত্যার পর বন্দুকধারীর আত্মহত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বেকার্সফিল্ড শহরে গুলি করে পাঁচজনকে হত্যার পর আত্মহত্যা  করেছে এক ব্যক্তি। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার বিকেলের দিকে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। স্থানীয় পুলিশকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি খবরটি জানিয়েছে।

বেকার্সফিল্ডে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়
বিবিসির প্রতিবেদন থেকে জানা গেছে, হামলাকারী ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে প্রথমে শহরের একটি ট্রাক ব্যবসার এলাকায় যায়। সেখানে পৌঁছানোর পর ওই ব্যক্তি স্ত্রীসহ আরও দুইজনকে হত্যা করে। পরে সে গাড়ি চালিয়ে আরেকটি এলাকায় যায়। সেখানে আরও দুইজনকে গুলি করে হত্যা করে। এরপর একটি গাড়ি ছিনতাই করে সে। ওই গাড়িতে এক নারী ও এক শিশু ছিল। গাড়িটি নিয়ে পালানোর সময় পুলিশ তাকে বাধা দিলে নিজেকে গুলি করে ওই ব্যক্তি এবং তাতে তার মৃত্যু হয়। এ হত্যাকাণ্ডের পেছনে উদ্দেশ্য কী ছিল তা জানতে তদন্ত করছে পুলিশ।

কের্ন কাউন্টি শেরিফের দফতর থেকে দাবি করা হয়, বুধবার বিকেল ৫টা ২০ মিনিটের দিকে ট্রাক ব্যবসার এলাকায় গোলাগুলির পর পুলিশকে ডাকা হয়। পুলিশ জানতে পেরেছে, একজনের সঙ্গে ওই ব্যক্তির রেষারেষি হয় এবং তখন নিজ স্ত্রীসহ তাকে গুলি করে হত্যা করে ওই ব্যক্তি। সেসময় অন্য একজন ঘটনাস্থলে পৌঁছালে তাকেও গুলি করে হত্যা করা হয়। এরপর গাড়ি চালিয়ে ওই ব্যক্তি ব্রেকেনরিজ রোডের একটি আবাসিক ভবনে যায় এবং দুইজনকে গুলি করে হত্যা করে। পরে সে একটি গাড়ি ছিনতাই করে। ওই গাড়িতে যে নারী ও শিশু ছিল তারা পালিয়ে যেতে সক্ষম হয়।

অল্প সময়ের ব্যবধানে এ গুলির ঘটনাগুলো ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।