চীনে ৫.৩ মাত্রার ভূমিকম্প

চীনের শানসি প্রদেশের নিংগিয়ং কাউন্টির হানজোং শহরে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ভুমিকম্পের সময় ক্লাসরুম থেকে বেরিয়ে যায় শিক্ষার্থীরা

চীনের ভূমিকম্প নেটওয়ার্ক সেন্টার (সিইএনসি) জানায়, দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় শানসি প্রদেশের হানজং নগরীর নিংকিয়াং কাউন্টিতে স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে ৫.৩ মাত্রার ভূমিকম্পটি আঘাত আনে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ৩২.৭৫ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ১৫.৫৯ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে। এর গভীরতা ছিলো ১১ কিলোমিটার।

স্থানীয় প্রশাসন সময়মতো জরুরি পরিকল্পনা করে এবং সেখানে উদ্ধারকর্মী পাঠায়। ফলে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। ভূমিকম্পের সময় একটি স্কুলে নৈশক্লাস চলছিলো। শিক্ষকের সহযোগিতায় সবাই নিরাপদে বেরিয়ে আসতে পেরেছে।

দেশটির রেলওয়ে জানায়, রেলপথের চারটি জায়গায় ভূমিকম্প ‍অনুভূত হয়। পরে তারা জরুরি ব্যবস্থা নেন।